বাছুরের সাদা উদারাময়/Calf Scour

রোগটি কি ?
বাছুরের জন্মের প্রথম মাসেই সাদা পায়খানা দেখা যায় তাকে বাছুরের সাদা উদারাময় বলে। বাছুরের এ রোগ অত্যন্ত মারাত্মক ও সংক্রামক।
প্রচলিত নাম :
বাছুরের দাস্ত, পেটনামা।
রোগের কারণ :
বিভিন্ন ধরণের জীবাণুর কারণে বাছুরের সাদা উদারাময় হয়। বিভিন্ন ধরণের ভাইরাস (রোটা ভাইরাস, করোনা ভাইরাস ইত্যাদি) ব্যাকটেরিয়া (ইকলাই, সালমোনেলা), প্রোটোজোয়া (ক্রিপ্টোস্পোরিডিয়াম, কক্সিডিয়া) প্রভৃতি জীবাণুর কারণে এ রোগ হতে পারে। একই সাথে একাধিক জীবাণু রোগটির কারণ হিসেবে দেখা দিতে পারে। সাধারণ ১ সপ্তাহ থেকে ৩ সপ্তাহ বয়সের বাছুরের এ রোগটি দেখা যায়।
রোগের লক্ষণ :
দুর্গন্ধ যুক্ত ও সাদা/হলুদ/ঘিয়া রক্ত বর্ণ ডায়রিয়া বা পাতলা পায়খানা।
২. প্রথম দিকে জ্বর হয় এবং অল্প সময়ের মধ্যে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যায়।
৩. পেট ব্যাথা থাকতে পারে।
৪. মল ত্যাগের সময় কোথ দিতে পারে এবং মলদ্বার বের হয়ে যেতে পারে।
৫. পানি স্বল্পতা ও ক্ষুধামন্দা দেখা দিবে এবং বাছুর শোয়া থেকে উঠতে পারবে না।
৬. চিকিৎসা না হলে ৩-৫ দিনের মাঝে আক্রান্ত বাছুর মারা যায়।
চিকিৎসা :
১. সংক্রামক সৃষ্ট ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক বা সালফোনামাইড ঔষুধ এবং কক্সিডিয়া সৃষ্ট ডায়রিয়ায় অ্যান্টিকক্সিডিয়াল ঔষুধ দিয়ে চিকিৎসা করতে হবে।
২. ডিহাইড্রেশনের জন্য শিরায় স্যালাইন ও ওরাল স্যালাইন খাওয়াতে হবে।
প্রতিরোধ :
১. নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
২. বাছুর জন্মের এক ঘন্টার মধ্যে ২ লিটার এবং পরবর্তী ১২ ঘন্টার মধ্যে আরো ২ লিটার শালদুধ খাওয়ানো উচিত।
৩. বাছুরের খাবার পাত্র, পানির পাত্র বা আশপাশের জায়গা স্বাস্থ্যসম্মত উপায়ে পরিষ্কার রাখতে হবে।
৪. বাছুরকে সঠিক পুষ্টিমান সম্পন্ন খাদ্য প্রদান করতে হবে।