রক্ত আমাশয়/কক্সিডিওসিস (Coccidiosis)

রোগটি কি ?
সাধারণত ৩-৬ মাস বয়সী বাছুরে কক্সিডিয়া (Coccidia) নামে এক প্রকার এককোষী পরজীবী জীবাণুর সংক্রমনের ফলে এ রোগ হয়ে থাকে। রক্ত যুক্ত আমাশয়, রক্তশূন্যতা এবং শরীরের ক্ষয়প্রাপ্তি এ রোগের প্রধান বৈশিষ্ট্য।
রোগের কারণ :
আইমেরিয়া (Eimeria) ও আইসোস্পোরা (Isospora) গণভুক্ত বিভিন্ন প্রজাতির প্রোটোজোয়া গরু ও মহিষ সহ গৃহপালিত প্রাণির রক্ত আমাশয় রোগের জন্য দায়ী।
রোগের লক্ষণ :
১. প্রাথমিক অবস্থায় দুর্গন্ধযুক্ত ও মিউকাস মিশ্রিত ডায়রিয়া হয়। ফলে পানি স্বল্পতা দেখা দেয়। এ সময় মৃদু জ্বর হয় এবং ধীরে ধীরে তাপমাত্রা স্বাভাবিক হয়। কয়েকদিন পর পায়খানার সাথে রক্তের ছিটা ও আম দেখা যায়। রোগ পুরাতন হলে পায়খানায় রক্ত ও আম বাড়তে থাকে।
২. লেজের গোড়ায় রক্ত মিশ্রিত মল লেগে থাকে।
৩. পায়খানার সময় ঘন ঘন কোথ দেয়।
৪. তীব্র পেশী কম্পন ও খিঁচুনী হয়।
চিকিৎসা :
আক্রান্ত বাছুরকে সালফাডিমিডিন বা নাইট্রোফিউরাজোন বা অ্যামপ্রোলিয়াম ঔষুধ দ্বারা চিকিৎসা করলে সম্পূর্ণ ভাল হয়ে যায়।
প্রতিরোধ :
১. স্বাস্থ্য সম্মত বিধি ব্যবস্থা পালন করতে হবে।
২. বাচ্চা প্রসব ও লালন-পালনের স্থান শুষ্ক ও পরিচ্ছন্ন রাখতে হবে।
৩. প্রাণির খাদ্য ও পাণীয় মলের সাথে লেগে যেন কোনভাবেই দূষিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
৪. ঠাসাঠাসি ভাবে পালন পরিহার করা উচিত।
৫. বাচ্চা পালনের ঘর যথাযথ স্থান সংকুলানের ব্যবস্থা করতে হবে।