পা পঁচা / Foot root

পা পঁচা / Foot root কি ?
পা-পঁচা বা Foot Root রোমস্থক প্রাণির বিশেষ করে গরু ও মেষের ব্যাকটেরিয়া ঘটিত একটি সংক্রামক রোগ। প্রাণির পায়ের চারদিকে ও দু’ক্ষুরের মধ্যবর্তী স্থানের সংবেদনশীল টিস্যু বা কলার প্রদাহ এবং তীব্র খোড়ানো এ রোগের প্রধান বৈশিষ্ট্য।
প্রচলিত নাম :
ক্ষুরে ঘা, ক্ষুর পঁচা, পা-পঁচা ইত্যাদি।
রোগের কারণ :
ব্যাকটেরয়েডস নোডাস (Bacteroides nodus) ও ফিউসোব্যাকটেরিয়াম নোক্সাফোরাম (Fusobacterium necrophorum) ব্যাকটেরিয়া দ্বারা প্রধানত ফুট রুট বা পা-পঁচা রোগ সৃষ্টি হয়।
লক্ষণ :
১) আক্রান্ত প্রাণির পায়ের করোনেট ফুলে যায় এবং প্রাণি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে ।
২) প্রাণির দেহ-তাপমাত্রা ১০৩ ডিগ্রী ফা:-১০৪ ডিগ্রী ফা: পর্যন্ত বৃদ্ধি পায় এবং ক্ষুধামন্দা দেখা দেয়
৩) গাভীর ক্ষেত্রে দৈহিক ওজন ও দুধ উৎপাদন হ্রাস পায়।
৪) খোঁড়ায়ে খোঁড়ায়ে হাঁটে।
৫) অনেক সময় প্রাণির পায়ে পুঁজ হয় এবং আক্রান্ত স্থান থেকে দুর্গন্ধ বের হয় ।
৬) যথা সময়ে চিকিৎসা না হলে ক্ষুর খসে পড়ে এবং প্রাণি স্থায়ী ভারে খোঁড়া হয়ে যেতে পারে।
চিকিৎসা :
ভেটেরিনারী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা প্রদান করতে হবে।
রোগ প্রতিরোধ :
প্রাণির পায়ে ক্ষত তৈরির উপায় সমূহ বন্ধ করতে হবে । ৫% কপার সালফেট সলুশন ফুট বাথ হিসাবে প্রতিদিন ২ বার ব্যবহার করে এ রোগ প্রতিরোধ করা যায় । এক্ষেত্রে কপার সালফেট ২৪ ঘন্টা অন্তর অন্তর পরিবর্তন করতে হবে । এছাড়া টিকার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা যায় ।