গলাফুলা / Haemorrhagic Septicaemia

গলাফুলা রোগ কি ?
গলাফুলা একটি তীব্র প্রকৃতির সংক্রামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ যা গরু ও মহিষকে আক্রান্ত করে। সেপ্টিসেমিয়া, জ্বর গ্রীবার সম্মুখ ভাগে এডিমা জনিত স্ফীতি ও উচ্চ মৃত্যুহার এ রোগের প্রধান বৈশিষ্ট্য।
প্রচলিত নাম :
গলঘুট, গলবেরা, ব্যাংগা, ঘটু ।
রোগের কারণ :
পাস্তুরেলা মাল্টোসিডা (Pasteurella multocida ) নামক এক ধরনের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ।
রোগের বর্ণনা :
বিস্তারঃ
দূষিত খাদ্য ও পানি গ্রহণের মাধ্যমে এ রোগ সংক্রমিত হয়। রক্ত চোষক কীট-পতঙ্গ ও আটালীর মাধ্যমে এ জীবাণু সংক্রমিত হয়।
যে বয়সে হয়ঃ
বাড়ন্ত বয়সের প্রাণি এ রোগে অধিক সংবেদনশীল। বেশীরভাগ ক্ষেত্রে ৬-১৮ মাস বয়সে অধিক মৃত্যু ঘটে।
ঋতুকালীন প্রাদুর্ভাবঃ
প্রায় সকল ঋতুতে এ রোগের মড়ক দেখা যায়। উঁচু অঞ্চল অপেক্ষা নিম্নাঞ্চলে এ রোগের প্রাদুর্ভাব বেশি। তবে বর্ষার শুরু ও শেষে এ রোগ তুলনামূলক বেশী দেখা যায়।
রোগের সংবেদনশীলতা যখন বৃদ্ধি পায় :
পুষ্টিহীনতা, অস্বাস্থকর ঘর, অপর্যাপ্ত খাদ্য ও পানি বিহীন অবস্থায় প্রাণিকে একস্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা, বৃষ্টিতে বেশিক্ষন ভেজা ও ঠান্ডা লাগা, একটানা পরিশ্রম ও প্রতিকূল আবহাওয়া প্রভৃতি কারণে সংবেদনশীলতা বৃদ্ধি পায়।
রোগের লক্ষণ সমূহ :
১. দেহের তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি পায় (১০৫-১০৭ ডিগ্রী ফাঃ)
২. গলা ফুলে যায় এবং ফোলা জায়গায় হাত দিলে গরম অনুভূত হয়।
৩. শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় ফলে মুখ হা করে জিহ্বা বের করে শ্বাস-প্রশ্বাস নেয়।
৪. জিহ্বা ফুলে যায় এবং মুখ দিয়ে লালা পড়ে।
৫. নাক দিয়ে ঘন সাদা কিংবা লালচে শ্লেষ্মা পড়তে দেখা যায়।
৬. তীব্র প্রকৃতিতে প্রাণি ২৪ ঘন্টার মধ্যে মারা যায়।
৭. শেষের দিকে পেটে ব্যথা হয় ও রক্ত মিশ্রিত পায়খানা করে ।
চিকিৎসা :
আক্রান্ত প্রাণিকে জরুরী চিকিৎসা সেবা দিতে হবে। অ্যান্টিবায়োটিক , আন্টিহিসটামিনিক ও নরমাল স্যালাইন ইনজেকশন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে।
প্রতিরোধ :
১. ফিডমাষ্টার ভ্যাক্সিনেশন সিডিউল অনুসারে নিকটস্থ প্রানিসম্পদ অফিসের সাথে যোগাযোগ করে সময়মত টিকা প্রদান করতে হবে।
২. রোগাক্রান্ত প্রাণিকে সুস্থ প্রাণি হতে আলাদা রেখে চিকিৎসা দিতে হবে।
৩. প্রাণিকে একস্থান থেকে অন্যস্থানে বা একদেশ থেকে অন্যদেশে স্থানান্তরের সময় পর্যন্ত খাদ্য ও পানি সরবরাহ করতে হবে।
৪. হঠাৎ আবহাওয়া পরিবর্তনে প্রাণির পরিচর্যার ব্যবস্থা যথাযথভাবে দিতে হবে।
৫. শুষ্ক ও পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় প্রাণিকে পালন করতে হবে।