কাঁধে ঘা / Hump Sore

রোগটি কি ?
গবাদি প্রাণির কাঁধের ত্বকে কৃমি জনিত কারণে ক্ষত বা ঘা কে হাম্প সোর বলে। গ্রানুলোমেটাস প্রকৃতির চর্ম প্রদাহ এ রোগের প্রধান বৈশিষ্ট্য।
রোগের কারণ :
Stepphanofilaria assamensis নামক এক ধরনের কৃমির কারনে এ রোগ হয় ।
রোগের লক্ষণ :
১) রোগের শুরুতে কাঁধে ছোট ছোট ফোস্কার ন্যায় ঘা দেখা যায় । যা ধীরে ধীরে বাড়তে থাকে ।
২) ঘা এর স্থানে প্রচন্ড চুলকানি হয় বলে প্রাণি যে কোন শক্ত বস্তুর সাথে কাঁধে ঘসে ।
৩) ঘর্ষনের ফলে লাল রক্ত বা তরল নির্গত হয় ।
৪) ঘায়ের উপরের অংশে কেরোটিন জমে শক্ত হয়ে যায় ।
৫) ক্ষুদামন্দা দেখা দেয় ।
প্রতিরোধ :
গবাদি প্রাণির ক্ষতস্থানে যাতে মাছি বসতে না পারে সে ব্যবস্থা নিতে হবে । প্রয়োজনে ক্ষতের চারপাশে তারপিন তেল লাগালে মাছির উপদ্রব কমে যায় । ক্ষতস্থান পলিথিন বা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে ।