উঁকুন, আঠালী ও মাইটের আক্রমন
Lice,Tick & Mite Infestation

রোগটি কি ?
বিভিন্ন বহিঃপরজীবী যেমন উঁকুন, আঠালী ও মাইট দ্বারা প্রায় প্রাণির দেহত্বক আক্রান্ত হয় । এরা প্রাণির দেহত্বকের লোমে অবস্থান করে এবং শরীর থেকে রক্ত চুষে বেঁচে থাকে । ফলে প্রাণির দেহে রক্ত শূন্যতার সৃষ্টি হয় । মাইট দ্বারা সৃষ্ট রোগকে মেঞ্জ (Mange) বলে ।
রোগের কারণ :
বিভিন্ন বহিঃপরজীবী যেমন উঁকুন, আঠালী ও মাইট ইত্যাদি ।
রোগের লক্ষণ :
১) দেহত্বকের লোম উস্কো খুস্কো হয়ে যায়, অনেক সময় লোম ঝরে যায় ।
২) প্রাণির ত্বকে প্রচন্ড চুলকানি হয় বলে প্রাণি শক্ত বস্তুর সাথে শরীর ঘষে । ফলে অনেক সময় চামড়া উঠে রক্ত বের হয়ে আসে ।
৩) আক্রান্ত প্রাণি অস্থিরতা প্রকাশ করে ।
৪) বৃদ্ধি ব্যাহত হয়, উৎপাদন হ্রাস পায় ।
৫) রক্ত স্বল্পতা দেখা দেয় ।
৬) ক্ষুধামন্দা দেখা দেয় ।
প্রতিরোধ :
স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে । রোগ হয়ে গেলে কীটনাশক জাতীয় ঔষধ কোম্পানীর নির্দেশমত ব্যাবহার করতে হবে। তবে কীটনাশক জাতীয় ঔষধ ব্যবহার করলে ব্যাবহারের পূর্বে ও পরে পশুকে কিছু খাওয়ান যাবে না । ঔষধ ব্যবহারের ২ ঘন্টা পর ঠান্ডা পানি দিয়ে শরীর ধুয়ে দিতে হবে