কলিজা কৃমি /Liver Fluke

রোগটি কি ?
ফ্যাসিওলা ( Faciola) প্রজাতির পাতা কৃমি দ্বারা সৃষ্ট প্রাণির রোগকে কলিজা কৃমি রোগ বা ফ্যাসিওলাসিস (Facioliasis) বলে ।
প্রচলিত নাম :
কলিজা চাটুয়া, কলিজা পঁচা রোগ ।
রোগের কারণ :
বাংলাদেশে ফ্যাসিওলা জাইগানটিকা (Fasciola gigantica ) নামক পাতা কৃমি দ্বারা রোমন্থক প্রাণি বিশেষ করে গরু. মহিষ, ছাগল, ভেড়া প্রভৃতি প্রাণি আক্রান্ত হয় ।
রোগের লক্ষণ :
১/ তীব্র প্রকৃতির রোগে যকৃত প্রদাহ ও রক্ত ক্ষরণের কারণে উপসর্গ প্রকাশের পূর্বেই প্রাণির হঠাৎ মৃত্যু ঘটে ।
২/ যকৃতে কৃমির উপস্থিতির কারণে রক্তে প্রোটিনের অভাব ঘটে । ফলে বিশেষ করে চোয়ালের নীচে চামড়ায় ও বুকের বেড় (Brisket) এলাকায় জলপূর্ণ স্ফীতি দেখা যায় । এই অবস্থাকে Bottle jaw বলে ।
৩/ আক্রান্ত প্রাণির রক্ত স্বল্পতা দেখা দেয় ।
৪/ বদ হজম ও ডায়রিয়া দেখা দেয় ।
৫/ ক্ষুদামন্দা, বিমর্ষতা, দূর্বলতা ও পেটে ব্যথা থাকে ।
৬/ প্রাণির মল পরীক্ষা করলে কৃমির ডিম পাওয়া যায় ।
চিকিৎসা :
১/ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে ।
২/ ট্রাইক্লাবেনডাজল বা নাইট্রোক্সিনিল বা অক্সিক্লোজানাইড বা আ্যলবেনডাজল ঔষধ সঠিক মাত্রায় প্রয়োগ করলে ভাল ফল পাওয়া যায় ।
৩/ চিকিৎসার পর ভিটামিন বি-কমপ্লেক্স ঔষুধ খাওয়াতে হবে ।
প্রতিরোধ :
১/ বসতবাড়ির আশেপাশে শামুকের বংশবিস্তার রোধ করতে হবে । কারণ শামুক এ কৃমির মাধ্যমিক পোষক ।
২/ নিচু বা ড্রেনের আশেপাশে ঘাস খাওয়ানো উচিত না ।
৩/ গোবর যথাযথভাবে সংরক্ষণ করতে হবে ।
৪/ ফিডমাস্টার মোবাইল অ্যাপ্লিকেশন অনুসারে সময়মত কৃমির ঔষুধ খাওয়াতে হবে ।