নিউমোনিয়া ( Pneumonia)

নিউমোনিয়া কি ?
ফুসফুসের প্রদাহকে নিউমোনিয়া বলে। শ্বাসীয় হার বৃদ্ধিসহ কাশি এবং অস্বাভাবিক শ্বাসীয় শব্দ এ রোগের প্রধান বৈশিষ্ট্য।
প্রচলিত নাম :
শ্বাসরোধ, পাজর ব্যাথা, ফুসফুস প্রদাহ, ক্লোমনালী।
রোগের কারণ :
নিউমোনিয়া বিভিন্ন কারণে হতে পারে। যথা- ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও রাসায়নিক দ্রব্যাদি (বিষাক্ত গ্যাস যেমন: নাইট্রাস অক্সাইড) ইত্যাদি। বিভিন্ন প্রকার এলার্জেন, আঘাত, ক্রান্তি, বৃষ্টিতে ভেজা, পরিবহন, স্থানান্তর, আর্দ্র ও স্যাঁতসেতে আবহাওয়ায় অথবা আবদ্ধ ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে অবস্থান এবং পুষ্টি হীনতা প্রভৃতি কারণে নিউমোনিয়া হতে পারে।
রোগের লক্ষণ :
১) প্রথমে অল্প অল্প জ্বর ও কাশি এবং পরবর্তীতে ঘন ঘন কাশি দেয়া ।
২) ক্রমে নাক ও মুখ দিয়ে সাদা সর্দি বের হতে থাকে ।
৩) অনেক সময় নাক ও মুখ দিয়ে সাদা ফেনা বের হয়।
৪) শ্বাস-প্রশ্বাস খুব দ্রুত হয় এবং শ্বাস ত্যাগের সময় ঘোত ঘোত বা গর গর শব্দ হয়।
৫) উদ্যমহীনাত ও খাওয়া ছেড়ে দেয়।
৬) হাটানোর সময় কাশি দেয়
চিকিৎসা :
রেজিষ্টার্ড ভেটেরিনারী ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক ও অন্যান্য ঔষুধ প্রয়োগে রোগটি ভাল হয়ে থাকে।
প্রতিরোধ :
যথাযথ সাস্থ্যবিধি মেনে চলতে হবে ।