পুঁজ জরায়ু/জরায়ুর পুঁজ (Pyometra)

জরায়ু পুঁজ কি ?
জরায়ুতে পুঁজ জমা হওয়াকে পুঁজ জরায়ু রোগ বলা হয়। এটি একটি সংক্রামক জনিত জরায়ুর গোলযোগ। করপাস লিউটিয়াম থেকে যাওয়া এবং গরম না হওয়া এ রোগের বৈশিষ্ট্য।
রোগের কারণ :
১. সাধারণত প্রসবোত্তর (১৫-৬০ দিন) এ রোগ অধিক হয় এবং প্রধানত সংক্রামণ জনিত কারণে এ রোগ হয়।
২. প্রজনন পরবর্তী জরায়ু পুঁজ হয় প্রধানত ট্রাইট্রাইকো মোনাস ফিটাস (Tritrichomonous Fetus) প্রোটোজোয়ার সংক্রামণে।
৩. আক্রান্ত ষাঁড় বা রোগাক্রান্ত ষাঁড়ের বীর্যের দ্বারা গাভী পাল দেওয়া হলে এ রোগের সৃষ্টি হয়।
রোগের লক্ষণ :
১. জরায়ুতে পুঁজ যুক্ত নিস্রাব, ডিম্বাশয়ে করপাস লুটিয়ামের অস্তিত্ব এবং প্রাণি গরম না হওয়া।
২. জরায়ুর মুখ অনেক সময় বন্ধ হয়ে যায়। ফলে জরায়ুতে পুঁজ জমে পেট বড় দেখায়।
৩. অধিকাংশ ক্ষেত্রে হলুদ বা লালচে বর্ণের স্রাব নির্গত হতে দেখা যায়।
৪. রোগের শেষ সময়ে রক্তে বিষক্রিয়া হয়ে প্রাণি মারা যেতে পারে।
চিকিৎসা :
১. প্রোস্টাগ্লান্ডিন এফটু আলফা এবং অক্সিটোসিন হরমোন ইনজেকশন নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করলে ভাল ফল পাওয়া যায়।
২. জীবাণু নাশক ঔষধ দিয়ে জরায়ু পরিষ্কার করা যেতে পারে।
৩. যদি জ্বর থাকে তাহলে উচ্চ ক্ষমতা সম্পন্ন এন্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে।
৪. নিকটস্থ প্রাণি হাসপাতালে ডাক্তারের পরামর্শক্রমে সকল চিকিৎসা করতে হবে।
প্রতিরোধ :
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।