রুমেন কৃমির সংক্রমন / Rumen Fluke Infectation

রোগটি কি ?
রোমন্থক প্রাণির পাকস্থলিতে এ রোগ হয় । এ রোগ হলে প্রাণি মারাত্মক পাতলা পায়খানায় আক্রান্ত হয় । ফলে প্রাণি দ্রুত শুকিয়ে যায় । পানি শূন্যতার ফলে প্রাণি অবসন্ন হয়ে পড়ে ।
রোগের কারণ :
Paramphistomum প্রজাতির পাতাকৃমি দ্বারা রোমন্থক প্রাণির এই রোগ সৃষ্টিকরে ।
রোগের লক্ষণ :
১/ অপ্রাপ্ত বয়ষ্ক কৃমির আক্রমনের ফলে দীর্ঘস্থায়ী ও দুর্গন্ধযুক্ত ডায়রিয়া হয় । এ সময় প্রাণি পিচকারি দিয়ে পায়খানা করে ।
২/ প্রাণি অবসন্ন হয়ে পড়ে এবং পানি শূন্যতায় আক্রান্ত হয় ।
৩/ রোগ দীর্ঘস্থায়ী হলে প্রণি দুর্বল হয়ে শুকিয়ে যায় ।
৪/ দুধ উৎপাদন হ্রাস পায় ।
৫/ লোম উস্কোখুস্কো হয়ে যায় ।
চিকিৎসা :
১/ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কৃমিনাশক ঔষুধ খাওয়াবেন ।
২/ অক্সিক্লোজানাইড তিন দিন ব্যবধানে দুই মাত্রা প্রতি কেজি দৈহিক ওজনের জন্য ১৮.৭ মি. গ্রাম খাওয়ালে শতকরা ১০০ ভাগ কার্যকর হয় ।
প্রতিরোধ :
১/ নীচু জায়গা ও জলাভূমি বিশেষ করে যে সকল স্থানে শামুকের বিচরন আছে সেই সকল স্থানে প্রাণি চরানো এড়িয়ে যাওয়া উচিৎ ।
২/ বসতবাড়ির আশেপাশে শামুকে বংশবৃদ্ধি হ্রাস করা ।
৩/ ফিডমাস্টার মোবাইল অ্যাপ্লিকেশন অনুসারে সময়মত কৃমির ঔষুধ খাওয়াতে হবে ।