পেট ফাঁপা/Tympany/Bloat
রোগটি কি ?
রোমন্থক প্রাণির পেটে অতিরিক্ত গ্যাস জমে পেট ফাঁপা বা টিমপ্যানি রোগ সৃষ্টি হয়। একারণে সৃষ্টি বদহজম রোগকে পেট ফাঁপা জনিত অজীর্ণতা রোগ বলে। সাধারণত পেটে শুধু মুক্ত গ্যাস জমা হলে তাকে টিমপ্যানি এবং ফেনাযুক্ত গ্যাস বুদ-বুদ আকারে জমা হলে তাকে ব্লোট (Bloat) বলে।
রোগের কারণ :
প্রধানত খাদ্যের কারণে পেট ফাঁপা হয়। অতিরিক্ত লিগুমিনাস ঘাস (যেমন: মটর, খেসারী ইত্যাদি ) খেলে ব্লোট রোগ হয়। চারণ ভূমিতে অধিক ইউরিয়া সার প্রয়োগ, খাদ্যে অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন প্রদান করলে এ রোগ সৃষ্টি হয়।
রোগের লক্ষণ :
১.হঠাৎ করে পেট ফুলে যায় ।
২. আক্রান্ত প্রাণি অস্বাচ্ছন্দ্য বোধ করে এবং বার বার মাটিতে শুয়ে পড়ে এবং উঠে।
৩.শ্বাস কষ্ট হয় এবং প্রাণি মুখ হা করে শ্বাস নেয় জিহ্বা বেরিয়ে যায়, লালা ক্ষরণ ও মাথা সামনের দিক লম্বা করে রাখে।
৪. জাবর কাটা বন্ধ হয়ে যায়।
চিকিৎসা :
ফেনাযুক্ত বা মুক্ত গ্যাস বিশিষ্ট টিম্প্যানি এবং তা জীবনের জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ ইত্যাদির উপর ভিত্তি করে ডাক্তারের পরামর্শক্রমে এ রোগের চিকিৎসা ব্যবস্থা করতে হবে।
প্রতিরোধ :
১. এমন কোন খাদ্য খাওয়ানো যাবে না যা প্রাণির হজমে ব্যাঘাত ঘটে।
২. প্রয়োজনের অতিরিক্ত লিগুমিনাস খাদ্য দেয়া উচিত নয়।
৩. মাটিকালাই, খেসারীকালাই এর চারণ ভূমিতে ঘাস খাওয়ানোর আগে সাধারণ ঘাস খাইয়ে নিতে হবে।